দেশে পোকোফোন এনেছে শাওমি

পোকোফোন এফ১বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব ব্রান্ড পোকোফোন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের সর্বোচ্চ সেবা দিতেই ‘পোকোফোন এফ১’ বাজারে ছাড়া হয়েছে।
ফোনটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন৮৪৫, লিকুইড কুল টেকনোলজির কুলিং সিস্টেম ও ৪ হাজার এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ‘মাস্টার অব স্পিড’ হিসেবে পরিচিতি পাওয়া নতুন এই ফোনটি দেশের বাজারে ১১ নভেম্বর থেকে পাওয়া যাবে। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমসহ পোকোফোন এফ১ পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়।
শাওমি ইন্ডিয়ার (ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ) সাংকেত আগারওয়াল বলেন, ‘ছোট হিসেবে যাত্রা শুরু করলেও আমাদের (পোকো) স্বপ্ন অনেক বড়। শাওমির ভেতর থেকে পোকোফোনের যাত্রা শুরু হলেও, বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে তাদের স্বাধীনতা আছে। আর এ জন্যই আমরা নতুন একটি স্মার্টফোন উদ্ভাবন করেছি। ফোনটিতে কোর ইনোভেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রযুক্তি প্রেমীদের আগ্রহী করে তুলবে।’

পোকোফোন এফ১: স্পিড মাস্টার

যারা বড় স্ক্রিনে গেম খেলতে পছন্দ করেন এবং অতিরিক্ত গরম হওয়ার ভয় ছাড়া যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাদের স্বপ্ন পূরণ করবে পোকোফোন এফ১। ফোনটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫ ও লিকুইডকুল টেকনোলজির কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডুয়েল ক্যামেরা: সেলফির জন্য পোকোফোন এফ১ ফোনের সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। যেটাতে সুপার পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি দুটি রঙে বাজারে পাওয়া যাবে। ১১.১১ সেল ক্যাম্পেইনের আওতায় ১১ নভেম্বর পোকোফোন এফ১ দারাজ ডটকম থেকে ২৪ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে।