স্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন এনেছে রবি

স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানস্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
স্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন একটি পরিপূর্ণ অ্যাটেনডেন্স ও ট্র্যাকিং সলিউশন, যা একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের কল করা এবং এসএমএস পাঠাতে সক্ষম।
সোমবার (১২ নভেম্বর) গুলশানে রবির অফিসে স্মার্ট সলিউশনটি উদ্বোধন করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন ও এন্টারপ্রাইজ বিজনেসর ভাইস প্রেসিডেন্ট যায়েদ সাদাত।
প্রাথমিকভাবে, এ সলিউশন স্কুলে ব্যবহারের ওপর জোর দেওয়া হবে যাতে করে বাবা-মারা তাঁদের স্কুল পড়ুয়া সন্তানের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অভিভাবকরা এসএমএস’র মাধ্যমে জানতে পারবেন তাদের সন্তান কখন স্কুলে প্রবেশ করেছে এবং স্কুল থেকে কখন বের হচ্ছে।
শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করার পরও বাবা-মা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সন্তানকে ট্র্যাক করতে পারবেন। সন্তানের কাছে থাকা স্মার্ট ডিভাইসের জরুরি বাটন চেপে সন্তানরাও তাদের বাবা-মায়ের কাছে কল করতে পারবে। কলের সঙ্গে বাবা-মা সন্তানের সঠিক লোকেশনও দেখতে পাবেন।