সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এখন যুক্তরাষ্ট্রের

সুপার কম্পিউটার সামিটবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর (শক্তিশালী) সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থানে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। চীনকে পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছে তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৫০০ সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি কম্পিউটার। এই দুটি সুপারকম্পিউটারের নাম সামিট ও সিয়েরা।
চীন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। শীর্ষ ১০টি ক্ষমতাধর সুপার কম্পিউটারের মধ্যে পাঁচটিই যুক্তরাষ্ট্রের। এছাড়া শীর্ষ দশে সুইজারল্যান্ড, জার্মানি ও জাপানের সুপার কম্পিউটারও রয়েছে।
অবশ্য সব মিলিয়ে আধিপত্য রয়েছে চীনের। ৫০০টি সুপার কম্পিউটারের মধ্যে শুধু চীনেরই রয়েছে ২২৭টি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১০৯টি কম্পিউটার এতে স্থান পেয়েছে।
সুপার কম্পিউটারের তালিকার শীর্ষে থাকা সামিট প্রতি সেকেন্ডে ২ লাখ ট্রিলিয়ন গণনা কাজ করতে পারে। সামিট ও সিয়েরা দুটি সুপার কম্পিউটারই তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম।

গত বছর ক্ষমতাধর সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষে ছিল চীনের তৈরি সানওয়ে তাইহুলাইট। এটাই বর্তমান তালিকায় তিন নম্বরে অবস্থা করছে। এছাড়া ৪ নম্বর স্থানটিও রয়েছে তাদের দখলে।

সূত্র: বিবিসি