হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে একটি নম্বর থেকে অন্য একটি নম্বরে সহজেই সুইচ করা যাবে। ফিচারটির মাধ্যমে আগের নম্বরে থাকা হোয়াটসঅ্যাপের সব তথ্য নতুন নম্বরে ট্রান্সফার হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে যেভাবে নম্বর পরিবর্তন করা যাবে:

১. নতুন নম্বরের সিমকার্ড চালু করতে হবে।
২. হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।
৩. পুরনো নম্বর এখনও ভেরিফাইড আছে নাকি তা চেক করে নিতে হবে। এটা দেখার জন্য এই পদ্ধতি অনুসরণ করুন: হোয়াটসঅ্যাপ> মেনু বাটন> সেটিংস এবং প্রোফাইল ফটোর উপর ক্লিক করতে হবে।
৪. আবার হোয়াটসঅ্যাপ ওপেন করে পর্যায়ক্রমে এই অপশনগুলোতে যান: >মেনু বাটন>সেটিংস>অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার।
৫. এবার ওপরের বক্সে পুরনো ফোন নম্বর দিতে হবে।

৬. নিচের বক্সে নতুন ফোন নম্বর দিতে হবে।

৭. স্ক্রিনের উপরে থাকা ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে।

৮.এরপর নতুন নম্বরে অ্যাকাউন্ট ভ্যারিফাইড হয়ে যাবে।

আইফোনে:

১. শুরুতেই পর্যায়ক্রমে এই অপশনগুলোতে প্রবেশ করুন: সেটিংস>অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার।

২. এরপর প্রথম বক্সে পুরনো নম্বর দিতে হবে।

৩. দ্বিতীয় বক্সে নতুন নম্বর দিতে হবে।

৪. ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: গেজেটস নাউ