আরও ৭৭টি আইএসপির সদস্যপদ লাভ

সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানআরও ৭৭টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবির সদস্যপদ পেয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)  চলমান সদস্যপদ গ্রহণ প্রক্রিয়ায় অংশ হিসেবে সংগঠনটি গুলশান অফিসে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ৭৭টি প্রতিষ্ঠান (ক্যাটাগরি এ, বি ও সি লাইসেন্সপ্রাপ্ত  আইএসপি) আইএসপিএবির সদস্যপদ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমদাদুল হকসহ আরও অনেকে।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে আইএসপিএবির সদস্যপদ নিতে হয়। গত ৪ নভেম্বর সারাদেশের ১০৪টি আইএসপি প্রতিষ্ঠান আইএসপিএবির সদস্যপদ গ্রহণ করে।