শক্তিশালী ব্যাটারির সাশ্রয়ী স্মার্টফোন ‘মটো ই৫ প্লাস’

মটো ই৫ প্লাসমোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা দেশের বাজারে নিয়ে এলো বড় স্ক্রিনের ‘মটো ই৫ প্লাস’ মডেলের সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারির ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে যা রম ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ৬ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ফলে চার্জিংয়ের চিন্তা না করেই দীর্ঘক্ষণ টানা ভিডিও দেখতে পারবেন স্মার্টফোন প্রেমীরা। ফোনটিতে ১২ মেগাপিক্সেলের লেজার অটোফোকাস রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিখুঁতভাবে ছবি তুলতে সক্ষম। ফোনটির বর্তমান বাজার মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু ক্রেতারা ফোনটি কেনার সময় নিশ্চিত ছাড় (সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত) উপভোগ করতে পারবেন।

ব্রিলিয়ান্ট ৬ ইঞ্চি এইচডি+ স্ক্রিন: ছবি বা ভিডিও প্রানবন্ত দেখাতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে। ১৮:৯ রেশিওর স্লিম বডি হওয়ায় এক হাতে সহজেই ব্যবহারযোগ্য এই ফোনটি।

ভালো ছবি তুলতে লাইটেনিং ফোকাস: ভালোমানের ছবি তোলার জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের লেজার অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং দ্রুত ফোকাস করার জন্য ডিডিএএফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অল্প আলোতে ছবি তুলতে ১.২৫ কিউএম পিক্সেল সাইজ ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে এলইডি ফ্ল্যাশলাইটসহ ৫ পেগাপিক্সেল ক্যামেরা।