ইনস্টাগ্রামে নতুন ফিচার

ইনস্টাগ্রামনতুন একটি ফিচার চালু করেছে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম। এই ফিচারের সাহায্যে ইনস্টাগ্রাম স্টোরি দেখার জন্য দর্শক নির্বাচন করে দেওয়া যাবে।
নতুন ফিচারটিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার নামে ডাকা হচ্ছে। এটা দিয়ে গ্রাহকরা নির্দিষ্ট কিছু গ্রাহকের মধ্যে স্টোরি শেয়ার করতে পারবেন। পাশাপাশি ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক হলেও এই কাজটি করা যাবে। এক্ষেত্রে যে পোস্টটি নির্দিষ্ট কিছু মানুষের জন্য উন্মুক্ত করতে চান, ওই স্টোরিতে গিয়ে অপশনটি কার্যকর করতে হবে।
অনেকের জন্য ফিচারটি বেশ সুবিধার হলেও কারও কারও জন্য এটা দুঃসংবাদ বয়ে এনেছে। বিশেষ করে ফলোয়ার হিসেবে থাকা মানুষের জন্য এটা খুবই নেতিবাচক একটি ফিচার হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের পছন্দের মানুষরা এবার থেকে তাদের কাস্টম করে পোস্ট দিতে পারবে যা আগে সম্ভব ছিল না।
এই ফিচার ব্যবহার করতে হলে আপনাকে ক্লোজ ফ্রেন্ডদের একটি তালিকা তৈরি করতে হবে। এজন্য মেন্যু আইকনে গিয়ে ক্লোজ ফ্রেন্ডস তালিকা তৈরি করতে হবে। এরপর শুধু ওই বন্ধুদের জন্য স্টোরি পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রাম গ্রাহকরা।
সূত্র:গেজেটস নাউ