বন্ধ হচ্ছে গুগলের অ্যালো

গুগলের অ্যালোগুগল তাদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‘অ্যালো’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাশিত জনপ্রিয়তা না পাওয়ায় চ্যাটিং অ্যাপ্লিকেশন অ্যালো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সার্চ জায়ান্টটি।
২০১৬ সালের সেপ্টেম্বরে সীমিত আকারে এই মেসেজিং অ্যাপটি চালু করে গুগল। কিন্তু শুরু থেকেই বিভিন্ন ত্রুটি দেখা দেওয়ায় অবশেষে এটিকে চূড়ান্তভাবে বন্ধ করার ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।
আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অ্যাপটি চালু থাকবে। মূলত এ বছরের শুরু থেকেই অ্যাপটি বন্ধ করার পরিকল্পনা ছিল গুগলের। কিন্তু ব্যবহারকারীদের অসুবিধার কথা ভেবেই দেরি করছে প্রতিষ্ঠানটি। তবে বন্ধ হয়ে যাওয়ার আগে অ্যালো ব্যবহারকারীরা চাইলে তাদের চ্যাটিং ইতিহাস ডাউনলোড করে রাখতে পারবেন।
এক অফিসিয়াল ব্লগ পোস্টে গুগল জানায় অ্যালো বন্ধ করে দিলেও কোম্পানিটি এ থেকে অনেক কিছু শিখতে পেরেছে, বিশেষ করে মেশিন লার্নিংকে মেসেজিং অ্যাপে অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য কি কি ঘটতে পারে।
গুগল দাবি করে, তাদের প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের একটি দুর্দান্ত ডিফল্ট মেসেজিং অভিজ্ঞতা দিতে চায়। আর সে কারণেই এখন সে বিষয়েই বেশি মনযোগ দিতে চায়।

অ্যালোর পরিবর্তে এখন থেকে গুগল আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) -এর ওপর বেশি জোর দেবে। এটি মূলত একটি উন্নত এসএমএস পরিষেবা যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা ভার্চুয়াল টেক্সট পাঠাতে পারে।

তবে এই আরসিএস ব্যবহার করতে প্রত্যেক ব্যবহারকারীকে তাদের নিজস্ব একটি মেসেজিং অ্যাপ তৈরি করতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ