টুইটারের প্রধান নির্বাহীর ‘টুইট’ নিয়ে সমালোচনা

টুইটারপর্যটকদের গন্তব্য হিসেবে মিয়ানমারের নাম প্রচার করায় সমালোচিত হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি। দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ডরসি তাদের সম্পর্কে ইতিবাচক কথা লিখেছেন। এ কারণেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি টুইটে জ্যাক ডরসি জানান তিনি গত মাসে মিয়ানমারে গিয়েছিলেন। এ সময় ৪০ লাখ অনুসারীকে উৎসাহিত করে এক টুইট বার্তায় তিনি লিখেন, এখানের মানুষরা খুবই ভালো এবং খাবার মজাদার।
তার এমন টুইটের কারণে অনেকে বলছেন, মিয়ানমারের অন্য দিকগুলো বিবেচনা করতে ভুলে গেছেন ডরসি। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি মিয়ানমার যে আচরণ করেছে তা পাশ কাটিয়ে গেছেন তিনি।
গত বছর মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর আক্রমণ শুরু করে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, সেনবাহিনী রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়েছে।
অথচ এতো বড় একটি বিষয়কে একেবারেই পাশ কাটিয়ে গেছেন ডরসি। তিনি তার টুইট বার্তায় লেখেন, মিয়ানমার সত্যিই খুব সুন্দর দেশ। এখানকার মানুষজন খুব বিনোদন প্রিয় এবং খাবার অনেক মজাদার। আমি ইয়াঙ্গুন, মান্দালায়া এবং বাগান শহর ঘুরেছি।