৫৮টি নিউজ পোর্টালই খুলে দেওয়ার নির্দেশ


বিটিআরসি
দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের একদিনের মধ্যেই সোমবার  (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সেগুলো খুলে দেওয়ার নতুন নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কমিশন আইআইজিগুলোকে সবগুলো বন্ধ সাইট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে।’
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে বিটিআরসি থেকে নির্দেশনা পেয়েছি। ওয়েবসাইটগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে সাইটগুলো চালু হয়ে যাবে।’
উল্লেখ্য, রবিবার (৯ ডিসেম্বর)  বিকালে বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেওয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।



এ সংক্রান্ত আগের সংবাদ: