সমালোচনাকারীদের ব্যাখ্যা দিলেন টুইটার প্রধান

টুইটারমিয়ানমার ইস্যুতে সমালোচনাকারীদের ব্যাখ্যা দিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না এবং আমাকে আরও জানতে হবে।’
ডরসি জানান, মিয়ানমার ভ্রমণ  তার একান্তই নিজস্ব ছিল। মূলত মেডিটেশন প্র্যাকটিস করতেই সেখানে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি পর্যটকদের গন্তব্য হিসেবে মিয়ানমারের নাম প্রচার করায় সমালোচিত হন জ্যাক ডরসি। দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ডরসি তাদের সম্পর্কে ইতিবাচক কথা লেখেন। এ কারণেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়।
তখন বেশ কয়েকটি টুইটে জ্যাক ডরসি জানান, তিনি গত মাসে মিয়ানমারে গিয়েছিলেন। এ সময় ৪০ লাখ অনুসারীকে উৎসাহিত করে এক টুইট বার্তায় তিনি লিখেন,এখানের মানুষরা খুবই ভালো এবং খাবার মজাদার।
তার এমন টুইটের কারণে অনেকে বলেন,মিয়ানমারের অন্য দিকগুলো বিবেচনা করতে ভুলে গেছেন ডরসি। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি মিয়ানমার যে আচরণ করেছে তা পাশ কাটিয়ে গেছেন তিনি।
সূত্র: বিবিসি