অ্যাপলের নতুন ক্যাম্পাস হবে টেক্সাসে

অস্টিনে অ্যাপলের ক্যাম্পাসটেক্সাসের অস্টিনে নতুন ক্যাম্পাস তৈরির উদ্যোগ নিয়েছে অ্যাপল। এই প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ ঘোষণা দেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শহরটিতে অ্যাপলের একটি ক্যাম্পাস আছে। তারপরও নতুন আরেকটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় তারা।
অ্যাপল জানিয়েছে, তাদের ক্যাম্পাস তৈরি হলে এটা স্টেটটির সবচেয়ে বড় বেসরকারি কর্মসংস্থানের জায়গা হবে। এতে স্থানীয় মানুষদেরও অনেক উপকার হবে বলে আশা করা হচ্ছে।
এই শহরে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এর মধে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ডেল, অ্যামাজন, স্যামসাং, ফেসবুক, গুগল ও আইবিএম। এসব অফিসে স্থানীয় অনেক মানুষ কাজ করেন।
টেক্সাসের অস্টিনে অ্যাপলের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষক ক্রিস গ্রিন বলেন, টেক্সাসে কম্পিউটার চিপ তৈরিকারী ভালো অনেক প্রতিষ্ঠান আছে। কিন্তু ডাটা-সেন্টার ইন্ডাস্ট্রির জন্য জায়গাটি আকর্ষণের কেন্দ্রে।

অস্টিনে অ্যাপলের আগের ক্যাম্পাসটিতে ৬ হাজার ২০০ মানুষ কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির বাইরে এটাই তাদের সবচেয়ে বড় ক্যাম্পাস।

বলা হচ্ছে, নতুন ক্যাম্পাসটি প্রতিষ্ঠা হলে শুরুতে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে এখানে সব মিলিয়ে ১৫ হাজার মানুষের কাজ করার সুযোগ দেওয়া সম্ভব।