বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি আইডি বন্ধ করলো ফেসবুক


ফেসবুক (ছবি: ইন্টারনেট থেকে)
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি আইডি বন্ধ করে দিয়েছে। ফেসবুকের নিউজরুমে প্রকাশিত এক পোস্টে সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি বলছে, সমন্বিতভাবে ভুয়া পোস্ট দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেসবুক জানায়, একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা তদন্ত চালায়।
ফেসবুক এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
ফেসবুক আরও জানায়, বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ ডলার ব্যয় করা হয়েছে।
ফেসবুক বলছে, এই পেজগুলোর মধ্যে কয়েকটি হলো বিডিএসনিউজ২৪ ডট কম, BBC-BANGLA বিবিসি বাংলা, নিউজ দিনরাত২৪ ডট কম।