সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশায় ভোগে যারা

সামাজিক যোগাযোগ মাধ্যমসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ছেলেদের তুলনায় মেয়েদের বিষণ্ণতার হার বেশি বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিবিড়ভাবে সময় ব্যয় করে। শুধু তাই নয়, অনলাইন নিপীড়ন ও কম ঘুমও তাদের হতাশায় জন্য দায়ী।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষন্নতার শিকার ১৪ বছর বয়সী মেয়েরা প্রতি রাতে সাত ঘণ্টারও কম ঘুমায়। এটা তাদের মেজাজকে খিটখিটে করে তোলে।
ওই গবেষণার সঙ্গে জড়িত ইউনিভার্সিটি কলেজ লন্ডন’র প্রফেসর ইভোনি কেলি বলেন, মেয়েরা ছেলেদের চেয়ে তাদের জীবনের এই দিকগুলোর সঙ্গে লড়াই করছে, কিছু ক্ষেত্রেই তা-ই যথেষ্ঠ।
এই গবেষণায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, অনেক মেয়ে ছেলেদের তুলনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ভুগছে। যার ফলে তারা আত্মহত্যা বা আত্মঘাতী হওয়ার মতো চিন্তাও করে বসে। এ ধরনের চিন্তাধারা তাদেরকে দিনে দিনে বিষন্ন করে ফেলে, যা ভয়ানক।
সূত্র: দ্য গার্ডিয়ান