ম্যাকবুক থেকে অ্যাপ ডিলিট করতে হলে

ম্যাকবুকযারা অ্যাপল পণ্য ব্যবহার করেন তারা জানেন আইফোন ও আইপ্যাডের ফাংশনের মধ্যে অনেকাংশেই সাদৃশ্য রয়েছে। তবে এই দুটি ডিভাইসের সঙ্গে পার্থক্য আছে ম্যাকবুকের।
আইফোন ও আইপ্যাডে অ্যাপ ডিলিট করা একেবারেই সহজ। কিন্তু ম্যাকবুকে এটা একটু অন্যভাবে করতে হয়। এজন্য ম্যাকবুকে অ্যাপ ডিলিটের পদ্ধতিটি শিখে রাখা ভালো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ম্যাকবুক থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করবেন-
১. ফাইন্ডার ওপেন করুন।
২. বাঁ দিকে অ্যাপ্লিকেশন ট্যাব পাবেন, ওটায় ক্লিক করুন।
৩. যে অ্যাপগুলো অপ্রয়োজনীয় অর্থাৎ যেগুলো ডিলিট করতে চান সেগুলো নির্বাচন করুন।
৪. অ্যাপের ওপর রাইট বাটন ক্লিক করে ‘মুভ টু ট্র্যাশ’ অপশন চাপুন। অথবা আপনি অ্যাপটি ড্র্যাগ করে ট্র্যাশে নিয়ে যেতে পারেন সরাসরি কিংবা কি-বোর্ডের শর্টকার্টও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমান্ড+ডিলিট অপশন চাপতে হবে।

৫. অ্যাপগুলো সম্পূর্ণভাবে ডিলিট করতে এবার ‘ট্র্যাশে’ যান। সেখানে ‘এমটি ট্র্যাশ’ অপশনে ক্লিক করলেই অ্যাপটি পুরোপুরি আপনার ম্যাকবুক থেকে ডিলিট হয়ে যাবে।

সূত্র: গেজেটস নাউ