ইনস্টাগ্রামে অডিও মেসেজ পাঠাবেন যেভাবে

ইনস্টাগ্রামইনস্টাগ্রাম সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য ‘ডিরেক্ট মেসেজ’ অপশনে ভয়েস মেসেজিং সুবিধা যুক্ত করেছে।
নতুন এই অডিও সুবিধার সাহায্যে ব্যবহারকারীদের পারসোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটে এক মিনিট পর্যন্ত ভয়েস নোট রেকর্ড করতে এবং পাঠাতে পারবেন। অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে এই সেবা যেভাবে ব্যবহার করতে হয় এখানেও ঠিক একইভাবে ব্যবহার করতে হবে।
ভয়েস মেসেজ পাঠাতে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে:

পূর্বশর্ত: ইনস্টাগ্রামের সর্বশেষ ভার্সন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।

অ্যান্ড্রয়েডের জন্য: গুগল প্লে-স্টোর ওপেন করুন, সার্চ বার থেকে ইনস্টাগ্রাম সার্চ করুন, ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করুন, এবার ‘আপডেট’ ভার্সনটি ক্লিক করে আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।

আইওএসের জন্য: অ্যাপ স্টোর ওপেন করুন, ইনস্টাগ্রাম অ্যাপ খুঁজে বের করে আপডেট করুন।
ভয়েস নোট পাঠাতে হলে: স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন, ওপরের ডান দিকের কোণায় ‘ডিরেক্ট মেসেজ’ অপশন চাপুন, যার বা যাদের কাছে মেসেজটি পাঠাতে যান তাদের সিলেক্ট করুন, এবার টেক্সট বক্সের ভেতর ‘মাইক’ অপশনটি বের করুন। ওইটা চাপ দিয়ে ধরে রেকর্ডিং কাজ সম্পন্ন করতে হবে, রেকর্ডিং হয়ে গেলে বাটনটি ছেড়ে মেসেজটি পাঠিয়ে দিন।