আইফোন এগারোতে যা থাকবে

আইফোন ১১, ছবিটি ফাঁস হয়েছে বলে দাবি করছে অ্যাপলআইফোন এক্সএস ও এক্সআর নিয়ে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি অ্যাপলের। প্রতিষ্ঠানটি যেরকম ব্যবসার কথা ভেবেছিল, ঠিক সেরকম ব্যবসা হয়নি এই দুটি ফোন দিয়ে। তবে আসন্ন মডেলগুলো নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আইফোনের তিনটি মডেল বাজারে আসার অপেক্ষায় আছে। এদিকে এই ফোনগুলোতে কী ফিচার থাকবে সে সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

তিনটি মডেল: আইফোনের তিনটি মডেলের দুটিতে ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হবে। আর অন্য মডেলটিতে তুলনামূলক সস্তা এলসিডি প্রযুক্তি থাকবে। ওই এলসিডি প্রযুক্তির ফোনটি হবে মূলত আইফোন এক্সআরের আপডেটেড ভার্সন।
তিন ক্যামেরা: চলতি বছর বাজারে আসা আইফোনগুলোতে অবশ্যই দুটি করে ক্যামেরা থাকবে বলে ধরে নেওয়া হয়েছে। এমনকি বলা হচ্ছে, কোনও একটি মডেলে তিনটি ক্যামেরাও থাকতে পারে। ছবির মান বাড়াতেই এমন উদ্যোগ নিচ্ছে অ্যাপল।
উন্নত ফেস আইডি: নতুন আইফোনে উন্নত ফেস আইডি ব্যবহার করা হবে। বর্তমানে ফেস আইডি দিয়ে আনলক করতে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় আইফোন ব্যবহারকারীদের। তবে এ বছরের ফোনগুলোতে এই সমস্যা থাকবে না।

ওয়াইফাই-সিক্স: নতুন মডেলগুলোতে ওয়াইফাই-সিক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। এটা আগের জেনারেশনগুলোর চেয়ে অনেক বেশি দ্রুততার সঙ্গে কাজ করবে। এছাড়া ভীড়ের মধ্যেও যথেষ্ঠ কার্যকর থাকবে ওয়াইফাই-সিক্স।