আবারও ফ্লিপ ফোন আনছে মটোরোলা

মটোরোলার ফ্লিপ ফোনআবারও বাজার মাতাতে আসছে মটোরোলার ক্লাসিক ফ্লিপ ফোন। এটি ছিলো মটো-রেজর নামে। এবার নতুন পরিকল্পনা ও নকশায় ক্লাসিক ফ্লিপ ফোন আবারও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।  বুধবার (১৬ জানুয়ারি) মটোরোলা নতুন ঘোষণা গণমাধ্যমে জানিয়েছে।
ডাব্লিউএসজে’র এক রিপোর্ট অনুসারে, মটোরোলার মূল কোম্পানি লেনোভো আগামী মাসে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) একটি ফোল্ডেবল ফোন আবারও আনতে যাচ্ছে। এই লঞ্চের আগেই মটোরোলা যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর ভেরাইজনেরও সঙ্গে যুক্ত হচ্ছে।
লেনোভো ফোল্ডেড একটি ফোনের পেটেন্ট সংগ্রহ করেছে। যা দেখতে হবে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন এবং রয়্যাল কার্পস ফ্লেক্সপাইয়ের মত দেখতে। গত বছর লেনোভোর সিইও ইয়াং ইউয়ানকিং নিশ্চিত করেছিলেন, মটোরোলা’র ক্লাসিক-রেজর ফোন শিগগিরই বাজারে ফিরে আসবে। তিনি আরও বলেছিলেন, নতুন প্রযুক্তির সঙ্গে বিশেষত ফোল্ডেবল পর্দাগুলো সবার নজর কাড়বে। এছাড়া আমাদের স্মার্টফোনের ডিজাইনে আরও বেশি নতুনত্ব দেখতে পাবেন গ্রাহকরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস