দুই শতাধিক কর্মী ছাঁটাই করলো অ্যাপল

অ্যাপলের লোগোটাইটান প্রকল্পের ২০০ শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে অ্যাপল। এ সপ্তাহেই অনেকটা চুপিসারেই এই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রকল্প প্রধান ও টেসলার সাবেক নির্বাহী ডগ ফিল্ড এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর আগস্ট মাসে অ্যাপল-এ ফিরে এসে টাইটান প্রকল্পে বব ম্যানসফিল্ডের সঙ্গে ডগ ফিল্ড যোগ দেওয়ার পর এটাই সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। ধারণা করা হচ্ছে, নতুন নেতৃত্বে অধীনে প্রকল্প পুনর্গঠনের উদ্দেশে এই ছাঁটাই করা হয়েছে ।
এ বিষয়ে অ্যাপল'র এর একজন মুখপাত্র বলেন, অ্যাপল'র সহযোগী প্রকল্পগুলোতে আমাদের মেধাবী কর্মীরা খুবই দক্ষতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছেন। ২০১৯ সালে এই টিমটি বেশ কিছু ‘কি-এরিয়া’র কাজে নিজেদের নিয়োজিত করে। কিছু গ্রুপকে তাই কোম্পানির বিভিন্ন প্রকল্পে স্থানান্তর করা হচ্ছে যেন তারা মেশিন লার্নিং এবং অন্য উদ্যোগগুলোকে সফল করতে পারে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, স্বয়ংক্রিয় কর্ম পদ্ধতিতে এখনও অমিত সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অবদান রাখতে অ্যাপল'র অনন্য সক্ষমতাও রয়েছে। এই মেশিন লার্নিং প্রকল্পটি সত্যিই খুবই উচ্চাভিলাষী প্রকল্প।
সূত্র: সিএনবিসি