গাড়ির সব তথ্য জানাবে প্রহরী

প্রহরীআমাদের দেশে গাড়ি নিয়ে গাড়ির মালিকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। সেসব সমস্যার সমাধানের জন্য বুয়েটের কয়েকজন মেধাবী ইঞ্জিনিয়ার তৈরি করেছেন ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস প্রহরী।
ড্রাইভার তেল চুরি করছে নাকি তা এখন জানা যাবে মোবাইল ফোনেই। অচেনা যাত্রী উঠিয়ে ট্রিপ দিচ্ছে কিনা তাও জানা যাবে ডোর অ্যালার্ট বা জিও ফেন্স ভায়োলেশনে। গাড়ি যদি বাচ্চার স্কুল থেকে আনা নেওয়ার কাজে ব্যবহার হয় প্রহরী ডেস্টিনেশন অ্যালার্ট জানাবে আপনার শিশু সঠিক সময়ে নিরাপদে স্কুলে পৌঁছেছে কিনা। এছাড়া প্রহরীর মোট ২০টিরও বেশি ফিচারের মাধ্যমে গাড়ি থাকবে নিরাপদ এবং সুরক্ষিত।
প্রহরী অ্যাপ এবং ওয়েবপোর্টাল দুই মাধ্যমেই গাড়ি ট্র্যাক করার সুবিধা থাকায় বন্ধ হবে গাড়ির সব ধরনের অপব্যবহার। প্রহরীর রয়েছে চারটি প্যাকেজ- লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম। প্যাকেজভেদে দাম পড়বে ৪ হাজার ৪৯৯ থেকে শুরু করে ১১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। মাসিক চার্জ ৪৫০ থেকে ৬৯৯ টাকা। কেউ চাইলে নিজের প্রয়োজন অনুসারে ফিচার কাস্টমাইজড করে নেওয়ার সুবিধা পাবেন।
প্রহরীর ওয়েবসাইট https://www.prohori.com এবং প্রহরী হটলাইন নম্বর ০১৭০৮১৬৬১৬৬।