অপ্রাসঙ্গিক পেজ ও গ্রুপ মুছে ফেলবে ফেসবুক

ফেসবুকফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক  ব্লগ পোস্টে ঘোষণা দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমটি তার পরিষেবায় দুটি পরিবর্তন আনতে যাচ্ছে। একটি হলো ফেসবুক পেজ ম্যানেজাররা একটি নতুন ট্যাবে তাদের পেজ থেকে একটি নতুন ট্যাবে প্রবেশ করতে পারবে যেখানে তারা দেখতে পারবে তাদের পেজ থেকে ফেসবুক কর্তৃপক্ষ কি কি কন্টেন্ট সরিয়ে ফেলেছে। দ্বিতীয় পরিবর্তনটি হলো ফেসবুক তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় কনটেন্ট জমা হওয়ার পরিমাণ কমাতে তাদের থ্রেশহোল্ড কমিয়ে আনছে।
কোম্পানিটি কোন পেজ ও গ্রুপকে ফেসবুক থেকে মুছে ফেলার জন্য তাদের কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘন হয়েছে কিনা তা যাচাই করার জন্য বসে থাকবে না। বরং তাদের সার্ভারগুলোতে কী ধরনের কনটেন্ট থাকতে পারবে আর কী থাকতে পারবে না তা নির্দিষ্ট করে দেবে।
এই যেমন, কোনও একটি গ্রুপ বা পেজকে কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘনের দায়ে মুছে ফেলার সময় ফেসবুক একই নামে থাকা অন্য গ্রুপ বা পেজগুলো মুছে ফেলতে পারে যদিও এগুলো কমিউনিটি স্যান্ডার্ডস লঙ্ঘন করেনি।   

সূত্র: ম্যাশেবল