বিশেষ করে যেসব ব্যবহারকারী গুগল প্লাসে ছবি বা ভিডিও ইত্যাদি শেয়ার করেছেন তাদের ৪ ফেব্রুয়ারির মধ্যে এসব ছবি বা ভিডিও ডাউনলোড করে রাখার অনুরোধ করা হয়েছে গুগলের পক্ষ থেকে। এছাড়া এ বিষয়ে মেইলে বিস্তারিত তুলেও ধরা হয়েছে গুগলের পক্ষ থেকে।
সাধারণ ব্যবহারকারী ছাড়াও গুগল প্লাসের কমিউনিটির মডারেটর, গুগল প্লাস সাইন-ইন সুবিধা ব্যবহারকারী, গুগল প্লাস ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে করা কমেন্ট, গুগলের জি-সুইট সেবা ব্যবহার করে যারা গুগল প্লাস ব্যবহার করেছেন এবং গুগলের ডেভেলপার যারা গুগল প্লাসের সঙ্গে জড়িত সবাইকেই একই ধরনের ই-মেইল পাঠিয়েছে গুগল।
মূলত গুগল প্লাসে ব্যবহার হওয়া নানা ধরনের ছবি, ভিডিও, স্ট্যাটাস বা অন্যান্য কিছু যাতে সহজে ব্যবহারকারীরা ডাউনলোড করে রাখতে পারেন সে জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে গুগলের পক্ষ থেকে।