তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত

বলছেন সৈয়দ আলমাস কবীর২০১৯-২০ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক বাজেট প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বাণিজ্য সংগঠনগুলোর সভা অনুষ্ঠিত হয়েছে ৯ ফেব্রুয়ারি। এদিন সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে স্থানীয় বাজারের অগ্রাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত খসড়া বাজেট প্রস্তাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভার সমন্বয় করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। সভায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি সুব্রত সরকার, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম, বাক্যের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

বেসিস সভাপতি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আমরা বাণিজ্য সংগঠনগুলো একযোগে কাজ করছি। স্থানীয় বাজারের উন্নয়ন এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য এবার তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠনগুলো সম্মিলিত বাজেট প্রস্তাব পেশ করবে। সে লক্ষ্যেই প্রাক-বাজেট (২০১৯-২০) সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।