স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন আসছে ২০ ফেব্রুয়ারি

স্যামসাংয়ের এই ফোন ফোল্ড করা যাবেঅবশেষে স্যামসাং তাদের ভাঁজ করা স্মার্টফোনের লঞ্চ হওয়ার তারিখ প্রকাশ করা করলো। এ মাসের ২০ তারিখে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে গ্যালাক্সি এস১০ সিরিজের এই ভাঁজ করা স্মার্টফোন উন্মোচন করা হবে।   
জানা যায়, স্যামসাং গত বছরের নভেম্বর মাসে তাদের ফোল্ডেবল ফোন দেখায়। এবারের টিজারে স্যামসাং দ্য ফিউচার অব মোবাইল উইল আনফোল্ড অন ফেব্রুয়ারি ২০, ২০১৯’ লেখা দিয়ে প্রকাশ করে। যেখানে ফোনটির সুন্দর একটি লুক দেখানো হয়েছে। 
নতুন এই ফোনে থাকছে, ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, যা ৭.৩ ইঞ্চির। রেজ্যুলেশন ১৫৩৬ বাই ২১৫২ পিক্সেল। এটিতে ৪.৫ ইঞ্চি কাভার ডিসপ্লে থাকবে। যার রেজুলেশন ৮৪০ বাই ১৯৬০ পিক্সেল।
এটি হবে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন। দামও থাকবে বেশি। এটিকে স্যামসাং গ্যালাক্সি নোট ৯ (১২৮ জিবি)-এর সঙ্গে তুলনা করা যেতে পারে।
সূত্র: হিন্দুস্থান টাইমস