স্মার্ট ঘড়ির মতো স্মার্টফোন

স্মার্টফোনটেলিভিশন সেট নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল এবার স্মার্টফোন তৈরি করলো। অন্তত ৫টি মডেলের ফোনে নমনীয় পর্দা ব্যবহার করছে এই চীনা কোম্পানি। এর মধ্যে দুটি হবে ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং একটি নমনীয় পর্দার ফোন যা স্মার্ট ঘড়ির মতো মোড়ানো যাবে, হাতের কব্জিতে পরা যাবে।এসব তথ্য জানিয়েছে সিনেট।

নকশায় দেখা গেছে, এর একটি ট্যাবলেটের পর্দা ভেতরের দিকে ভাঁজ করা যায়। অনেকটা ফ্লিপ বা ক্ল্যামশেলের মতো। অন্যটির পর্দা রয়েল ফ্লেক্সিপাইয়ের মতো বাইরের দিকে ঘোরানো যায়। একইভাবে স্মার্টফোনগুলো ভেতরে-বাইরে দুই দিকেই ভাঁজ করা যায়।

অবশ্য এগুলো সমতলে ফ্লিপ ফোনের মতো আড়াআড়িভাবে বাঁকানো যায়। আর বাকি ফোনটি দেখতে লম্বাটে এবং কৃশকায়। এটি জামার কাফের মতো কব্জিতে বাঁধা সম্ভব।