ফেসবুকের বিরুদ্ধে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ

ফেসবুকএবার ব্যবহারকারীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। বিশেষ করে বিভিন্ন গ্রুপ থেকে এসব তথ্য ফাঁস হচ্ছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এমনটি হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা।
এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানায়, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্রকে পণ্য হিসেবে বাজারজাত করছে ফেসবুক। গ্রাহকরা তাদের স্বাস্থ্য নিয়ে যেসব পোস্ট করে সেগুলোর তথ্য একত্রিত করে ফাঁস করে দিচ্ছে তারা।
বিষয়টি প্রথম আলোচনায় আসে গত বছরের জুনে। তখন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, নারীদের বিভিন্ন গ্রুপে দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত পোস্ট একসঙ্গে ডাউনলোড করা যায় পোস্টদাতার নাম ও মেইল অ্যাড্রেসসহ।
তখন ফেসবুক জানায়, এসব পোস্ট পাবলিক গ্রুপে না দিয়ে সিক্রেট গ্রুপে দিলে আর কোনও সমস্যা হবে না। কিন্তু এখন সিক্রেট গ্রুপের তথ্যও ফাঁস হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
কারও ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁস করা আইনের লঙ্ঘন। এছাড়া এটাকে ফেসবুকের ব্যক্তিগত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে তথ্য ফাঁসের অভিযোগে বছরজুড়ে আলোচিত হয়েছে ফেসবুক। মূলত ক্যামব্রিজ কেলেঙ্কারি ইস্যুতেই সবচেয়ে বেশি সমালোচনা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির।