১ টেরাবাইটের মেমরি কার্ড

এক টেরা মেমরি কার্ডসানডিস্ক ১ টেরাবাইটের মেমরি কার্ড বাজারে ছাড়তে যাচ্ছে। কোম্পানিটি বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই প্রথম ১ টেরাবাইটের মোমরি কার্ড বাজারে আনার ঘোষণা দেয়।
সানডিস্ক এ ব্যপারে বলেছে, বর্তমান প্রজন্মের স্মার্টফোনে রয়েছে একাধিক ক্যামেরা এবং উচ্চ-রেজুলেশনের ভিডিও ক্যাম। যার জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। এখন বেশি স্টোরেজের কোনও মেমরি না থাকায় অনেককেই বেগ পোহাতে হয়। এই সমস্যার সমাধান করবে সানডিস্কের এক্সট্রিম ইউএইচএস-১ মাইক্রো এসডিএক্সসি কার্ড।
এই কার্ডে যেকোনও হাই কোয়ালিটির মোবাইল ভিডিও, ড্রোন, অ্যাকশন ক্যামেরার ভিডিও অনায়াসে রাখা যাবে। যার ক্যাপাসিটি ও ট্রান্সফার গতিও অনেক বেশি, ১৬০ এমবি/এস পর্যন্ত। প্রতিষ্ঠানটি আরও বলছে, এই গতিতে যেকোনো ভিডিও অর্ধেক মিনিটেই ট্রন্সফার করা যাবে। উন্নতমানের এই মেমরি কার্ড এ বছরের এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে। যার দাম হবে ৪৯৯.৯৯ ডলার। একই সঙ্গে বাজারে আসছে ৫১২ জিবির মেমরি কার্ড, দাম ১৯৯.৯৯ ডলার।
সূত্র:হিন্দুস্তান টাইমস