স্যামসাংয়ের কারখানা পরিদর্শন করলেন কোরিয়ান রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের সঙ্গে অতিথিরাবাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং-ইল ৬ মার্চ নরসিংদিতে ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানা পরিদর্শন করেন। এসময় স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, মোবাইল বিভাগের মহব্যবস্থাপক বোমিন কিম,  ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব উপস্থিত ছিলেন।

ফেয়ার ইলেকট্রনিকসের কারখানায় স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি তৈরি হচ্ছে। রাষ্ট্রদূত মোবাইল ফোন ও ইলেকট্রনিকস কারখানা পরিদর্শন করেন এবং শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার প্রশংসা করেন।

রুহুল আলম আল মাহবুব বলেন, ‘আমরা বিশ্বের এক নম্বর ব্র্যান্ড স্যামসাংয়ের বাংলাদেশি উৎপাদক। আমরা দেশের প্রযুক্তি শিল্পে নেতৃত্বদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’