বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

ct-biz-facebook-down-20181120বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়ার দেশগুলোর ব্যবহারকারীরা ফেসবুক ও ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার ও ফাইল আপলোডের সময় সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ফেসবুক ছাড়াও ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী। এই সেবাটিও ফেসবুকের মালিকানাধীন।
ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেওয়ার পরেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘হ্যাশ ট্যাগ ফেসবুকডাউন’ ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে এসেছে। ফেসবুকের সেবা বিঘ্নিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনিডটেক্টর ডট কম।
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সমস্যাটির সমাধানে কাজ করছি।’ উল্লেখ্য, বার্তা আদান-প্রদানে ব্যবহৃত ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে কোনও সমস্যা হওয়ার কথা এখনও জানা যায়নি।