জাতীয় শিশু দিবস উপলক্ষে গুগলের ডুডল

গুগলের ডুডল১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবসে  বিশেষ গুগল ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডলটি।
এতে গুগলের বিভিন্ন অক্ষরগুলোকে শিশুদের মতো করে সাজানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন শিশু খেলছে, বই পড়ছে এবং আনন্দ করছে। আর ডুডলে মাউস নিলেই দেখা যাচ্ছে 'চিলড্রেন ডে ২০১৯' লেখা। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক দিন থেকে গুগল সার্চের মূল পাতায় ডুডল প্রকাশ করে আসছে গুগল।
গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ ডুডলে বাংলা ভাষায় ‌'নারী' শব্দটি যোগ করা হয়েছিল। এর আগেও বাংলাদেশের স্বাধীনতা দিবসে, প্রখ্যাত স্থপতি ও পুরোকৌশলী এফ আর খান, জনপ্রিয় কথাসাহিত্যিক হমায়ূন আহমেদের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য দিনে ডুডল প্রকাশ করেছিল গুগল।
উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিবর্গ ও ঐতিহাসিক দিনকে স্মরণ করতে গুগল তাদের হোমপেজে সে বিশেষ দিনের মানানসই লোগো তৈরি থাকে যাকে ডুডল বলা হয়।