এবার ৬০ কোটি ফেসবুক পাসওয়ার্ড ফাঁস

ফেসবুক

এবার ৬০ কোটি ফেসবুক গ্রাহকের পাসওয়ার্ড ফাঁস হয়েছে। অবশ্য এগুলো তৃতীয় কোনও পক্ষের হাতে যায়নি। ফেসবুকের কর্মজীবীদের কাছেই এসব পাসওয়ার্ড রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, ফেসবুকের মোট ২০ হাজার কর্মজীবী এসব পাসওয়ার্ড ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

এই সম্পর্কে নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস বলেন, ‘যেসব পাসওয়ার্ড ফাঁস হয়েছে, এগুলো অনেক পুরনো। খুব সম্ভবত ২০১২ সালের দিকের হতে পারে। এসব পাসওয়ার্ড ফেসবুকের নিয়মানুযায়ী সাংকেতিক ভাষায় সংরক্ষিত হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে সংরক্ষিত হয়েছে টেক্সট আকারে। এতে সবাই সেগুলো বুঝতে পেরেছেন।’

এই ব্যাপারে এক বিবৃতিতে ফেসবুক জানায়, ‘অভ্যন্তরীণ নেটওয়ার্কে যে সমস্যার কারণে পাসওয়ার্ড সংরক্ষিত হয়েছিল, সেই সমস্যা আমরা এরই মধ্যে সমাধান করেছি।’

অবশ্য ফেসবুক যাই বলুক না কেন, এরই মধ্যে আবারও নতুন করে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুক ব্যবহার নিরাপদ কিনা এখন এটিই হয়ে উঠছে আলোচনার বিষয়।