এআই ও ফাইভ-জিতে বিনিয়োগ করছে স্যামসাং

স্যামসাংআর্টিফিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ৫জি প্রযুক্তিতে বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে স্যামসাং। সম্প্রতি স্যামসাং এই ঘোষণা দিয়েছে। জানা যায়, বিশ্বব্যাপী ব্যবসায়িক দিক থেকে কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। এটা কাটিয়ে উঠতেই এই দিকে নজর দেওয়ার পরিকল্পনা করেছে স্যামসাং।
মেমরি চিপের দাম কমানো এবং বিশ্বব্যাপী নতুন স্মার্টফোনের চাহিদা কম থাকায় স্যামসাং ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্ভাবন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং।
স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান কিম কি-নাম হাজারো  বিনিয়োগকারীদের সামনে বলেন, এ বছরও প্রতিকূল ব্যবসায়িক পরিবেশ চলতে থাকবে। এখানে স্যামসাং পুরো বিভাগজুড়ে উদ্ভাবনী ধারণায় যাওয়ার পরিকল্পনা করছে। আর এর ফলেই বিনিয়োগ বাড়বে।