স্যামসাংয়ের প্রথম ত্রৈমাসিকের আয় কমেছে

 স্যামসাং আসল ফোনসেট

চলতি বছরের প্রথম তিন মাসের আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স। ডিসপ্লে প্যানেলের চাহিদা এবং মেমরি চিপের দাম কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার স্যামসাং জানায়, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে আয় কমেছে তাদের। সঠিক হিসেবে এই বছরের আয় ৬০ শতাংশ কমেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, এই মাসের শেষের দিকে আয় সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবে স্যামসাং। তার আগে একটি প্রাথমিক ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

অবশ্য বিশ্লেষকরা বলছেন, পরবর্তী ত্রৈমাসিকে হয়তো ঘুরে দাঁড়াবে স্যামসাং। কারণ এর মধ্যে তাদের বেশ কয়েকটি আকর্ষণীয় ডিভাইস বাজারে আসার কথা রয়েছে। এছাড়া বছর শেষেও প্রতিষ্ঠানটির ভালো অবস্থায় থাকার পূর্বাভাস দিয়েছেন অনেকেই।

তারা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাপকভাবে ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন বিক্রি শুরু করবে স্যামসাং। এছাড়া এর মধ্যে ভাঁজযোগ্য স্মার্টফোনও আসবে। সব মিলিয়ে এই সংকট কেটে যাবে বলেই মনে হচ্ছে।