ধীরে চলো নীতিতে গুগল

গুগলের ভাঁজযোগ্য ফোন হবে এমনভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের ঘোষণা স্যামসাং ও হুয়াওয়ে দিয়ে ফেললেও এ বিষয়ে ধীরে চলো নীতি অবলম্বন করছে গুগল। এ ব্যাপারে গুগলের মোটেও তাড়াহুড়ো নেই। তবে গুগল ফোল্ডেবল পিক্সেল স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে।
গত মঙ্গলবার ডেভেলপারদের সম্মেলনে এই ফোল্ডেবল ফোনের কথা জানিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
জানা গেছে, এই ফোন অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে চলবে।তবে এখনই বাজারে আসবে না পিক্সেল ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোনটি।
গুগলের ইভেন্টে থেকে জানা যায়, ভবিষ্যতের ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আলোচনায় থাকতে চায় কোম্পানিটি। এ বছর বাজারে আসা সব ফোল্ডেবেল ফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনও ফোল্ডেবেল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত নয় কোম্পানি। ফোল্ডেবেল ফোন জনপ্রিয়তা পেতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে বিশ্বাস করেন তিনি।
সূত্র: দ্য ভার্জ