অনলাইন স্টোর থেকে হুয়াওয়ে ল্যাপটপ সরালো মাইক্রোসফ্ট

মাইক্রোসফট স্টোরশনির দশা যেন কাটছেই না হুয়াওয়ের। জানা গেল, হুয়াওয়ের ল্যাপটপ নিজেদের অনলাইন স্টোর থেকে সরিয়ে নিয়েছে মাইক্রোসফ্টে।
হুয়াওয়ের একমাত্র ল্যাপটপ ম্যাটবুক-এক্স মাইক্রোসফট তার ‘মাইক্রোসফট স্টোর’ থেকে সরিয়ে ফেলেছে। তবে মাইক্রোসফ্ট এখনও পর্যন্ত হুয়াওয়েতে উইন্ডোজের লাইসেন্স কপি ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা আসবে কিনা সে সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি।
দ্য ভার্জ’র রিপোর্ট অনুযায়ী হুয়াওয়ের ডিভাইসগুলোতে উইন্ডোজের নিষেধাজ্ঞা কোম্পানিটির ওপর মারাত্মক প্রভাব ফেলবে, বিশেষ করে সার্ভারের ক্ষেত্রে।
গুগল ও মাইক্রোসফ্ট ছাড়াও ইন্টেল এবং কোয়ালকমকেও মার্কিন সরকারের সর্বশেষ আদেশটি অনুসরণ করতে বলা হয়েছে।
যদিও হুয়াওয়ে ইতিমধ্যে তাদের নিজস্ব স্মার্টফোনের প্রসেসর ও মডেম তৈরি করেছে কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলের চিপ এবং প্রসেসর ব্যবহার করছে। তবে চীনা এই কোম্পানিটি বেশ কিছুদিন ধরেই চিপ স্টক করছে, যাতে ধরেই নেওয়া যায় কোম্পানিটি এ ধরনের নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত রয়েছে।
অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের বিকল্প তৈরির পাশাপাশি উইন্ডোজের বিকল্প খুঁজে পেতেও কাজ করছে হুয়াওয়ে।
সূত্র: গেজেটস নাউ