আইফোনেও আসছে ‘ডুয়াল অডিও ফিচার’

আইফোন

আইফোন এগারোতে ১১ ডুয়াল ব্লু-টুথ অডিও ফিচার নিয়ে আসছে অ্যাপল। নতুন এই ফিচারটির ফলে একই সঙ্গে, একই সময়ে দুটি ব্ল-টুথ ডিভাইসে অডিও শোনার সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমসের বরাতে জানা গেছে, বর্তমান আইফোনে একাধিক ব্লু-টুথ ডিভাইস সংযোগের সুবিধা থাকলেও, ব্যবহারকারীরা শুধু যেকোনও একটি অডিও প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন।

আইফোনের আসন্ন এই ফিচারটি সম্পর্কে সর্বপ্রথম জানিয়েছে জাপানিজ ব্লগভিত্তিক সাইট ম্যাক ওতাকারা। এখন পর্যন্ত নিজেদের সাইটে প্রকাশিত অ্যাপল পণ্য সম্পর্কিত সব গুজবই সত্যি হয়েছে বলে যথেষ্ট সুনাম রয়েছে জাপানিজ এই সাইটটির। এশিয়ান এক সাপ্লাই চেইনের বরাত দিয়ে ম্যাক ওতাকারা জানিয়েছে, শুধু আইফোন ১১ নয়, আইফোন ১০ এবং আইফোন ৮ ব্যবহারকারীদেরও আসন্ন ফিচারটির সুবিধা ভোগ করার সুযোগ করে দেবে অ্যাপল।

তবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি নতুন হলেও, স্যামসাং গ্যালাক্সি এস৮ ব্যবহারকারীরা কিন্তু বেশ আগে থেকেই এই ডুয়াল অডিও ফিচারের সঙ্গে পরিচিত।