আসছে স্যামসাংয়ের নতুন ৩ স্মার্টফোন

এ৫০ ফোন আসছেগ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন তিনটি সেট বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। জুন মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালক্সি এ১০ই, এ২০ এবং এ৫০ অবমুক্ত করবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের নতুন তিনটি স্মার্টফোনই মধ্যবর্তী ঘরানার।

স্মার্টফোন তিনটির মধ্যে দাম ও হার্ডওয়্যার স্পেসিফিকেশনের দিক থেকে এগিয়ে রয়েছে গ্যালাক্সি এ৫০। এতে রয়েছে ২৩৪০ বাই ১০৮০ রেজুলেশনের ৬.৪ ইঞ্চি এফএইচডি সুপার অ্যামোলেড (এএমওএলইডি) ইনফিনিটি-ইউ ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, তিনটি ব্যাক ও একটি ফ্রন্ট ক্যামেরা ও ৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। গ্যালাক্সি এ৫০-এর দাম ৩৪৯ দশমিক ৯৯ ডলার।

অন্যদিকে, গ্যালাক্সি এ২০-তে রয়েছে ১৫৬০ বাই ৭২০ রেজুলেশনের ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড (এএমওএলইডি) ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ১৩ ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই সেটটির দাম ২৪৯ দশমিক ৯৯ ডলার।

আর সাশ্রয়ী গ্যালাক্সি এ১০ই-তে রয়েছে ৫.৮৩ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৩ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার।