স্মার্ট ও টেলিনরের মধ্যে চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানগ্রাহকদের উন্নতমানের মোবাইল সেবা দিতে স্মার্ট টেকনোলজিস ও টেলিনরের স্বাস্থ্যসেবা বিষয়ক প্ল্যাটফর্ম টেলিনর হেলথ’র মধ্যে একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১২ জুন রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথ’র হেড অব বিটুবি, পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি মোহাম্মদ মোবায়দুর রহমান ও স্মার্ট টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠানটির টেলিকম বিজনেস ডিরেক্টর শাকিব আরাফাত রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- টেলিনর হেলথ’র প্রোডাক্ট অ্যান্ড প্রোপোজিশনস ম্যানেজার শামসুল আশেকিন, প্রতিষ্ঠানটির লিড ম্যানেজার মাহমুদ আফসার, বিজনেস ডেভলপমেন্ট স্পেশালিস্ট ফারজানা আমিন, বিটুবি ম্যানেজার মো. তাহমিনুল হক এবং স্মার্ট টেকনোলজিসের মানবসম্পদ বিভাগের প্রধান শফিকুল হক, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান, ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার নাহিয়ান মাহমুদ ও রিটেইল ম্যানেজমেন্টের অ্যাসিসটেন্ট ম্যানেজার আরিফ মাহমুদ।-বিজ্ঞপ্তি