হিটাচি এখন ম্যাক্সেল

নাম পরিবর্তন অনুষ্ঠানজনপ্রিয় হিটাচি ব্র্যান্ডের নাম পরিবর্তন হলো। নতুন নাম ম্যাক্সেল। সম্প্রতি ঢাকার একটি হোটেলে হিটাচি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে নাম পরিবর্তনের ঘোষনা দেয় স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড। অনুষ্ঠানে জানানো হয় এই পরিবর্তনটি কেবল লোগো পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং অন্যান্য সব সেবা অপরিবর্তিত থাকবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, জাপানী রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও হিটাচি সিঙ্গাপুরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তরুন জেইন।
২০১৩ সালে হিটাচির প্রজেক্টর ব্যবসা অধিগ্রহণ করে ম্যাক্সেল। পরে পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক বাজারে পণ্য বাজারজাতকরণে পরিবর্তনের উদ্যোগ আসে হিটাচির পক্ষ থেকে। সে থেকেই বিশ্বব্যাপী হিটাচি ব্র্যান্ডের নামেই ম্যাক্সেল প্রজেক্টরের সেবার ক্রমাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।