অ্যান্ড্রয়েড মেসেজে আসছে এআর ফিল্টার

মেসেজে আসছে এআর প্রযুক্তিঅ্যান্ড্রয়েড মেসেজের জন্য নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার আনবে গুগল। এতে করে ব্যবহারকারীরা বেশ কিছু ভিন্নধর্মী এআর ফিল্টার পাবেন, যেগুলো ব্যবহার করে নতুন ধরনের মেসেজ পাঠানো সম্ভব হবে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, নতুন এই ফিচারের সাহায্যে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট মেসেজের সঙ্গে প্রতিযোগিতা করতে চলেছে অ্যান্ড্রয়েড মেসেজ।
বর্তমানে পাঁচটি এআর ফিল্টার পরীক্ষা করছে গুগল। এনগেজেট জানিয়েছে, এরকম একটি ফিল্টারে নিজেকে দেখা যাবে কার্টুন প্লেনের মধ্যে, আরেকটি ফিল্টারে পেছনে ও সামনে উড়ন্ত বেলুন দেখা যাবে। এমনকি নিজের ছবিতে পাখা ও মুকুট যোগ করে নেওয়ার মতো ফিল্টারও রেখেছে গুগল। এছাড়া রয়েছে মিষ্টি ও আতশবাজি যোগ করে নেওয়ার ফিল্টার।
বর্তমানে পরীক্ষাধীন এই ফিচারটিকে কিছু অ্যান্ড্রয়েড ফোনের ‘অ্যান্ড্রয়েড মেসেজ ক্যামেরা’ অপশনের ভেতরে পাওয়া যাবে, সেখানে ফটো ও ভিডিও অপশনের পাশেই এই ফিচারের বাটন রয়েছে বলে জানিয়েছে এনগেজেট। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য নতুন এই ফিচারটি উন্মুক্ত করে দেবে গুগল।