দুটি স্মার্টফোন নিয়ে এলো নকিয়া

নকিয়া নিয়ে এলো দুটি স্মার্টফোনদেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২ মডেলের দু’টি স্মার্টফোন। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে স্মার্টফোন দুটির বিপণনের ঘোষণা দেয় নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, মার্কেটিং লিড ইফফাত জহুর, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির প্রমুখ।

নকিয়া ২.২ মডেলের ফোনে রয়েছে বায়োমেট্রিক ফেস আনলক, এআইইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন। এতে আরও থাকছে কোয়াড কোর মিডিয়াটেক এ২২ চিপসেট। দুই দিনের ব্যাটারি লাইফসহ ৬ দশমিক ২৬ ইঞ্চির পর্দার নকিয়া ৩.২ স্মার্টফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনে থাকছে নোটিফিকেশন লাইট। সেটটিতে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে যার মাধ্যমে চোখের ওপর বাড়তি চাপ ছাড়াই মুভি, টিভি শো কিংবা অনলাইন স্ট্রিমিং দেখা যাবে। নকিয়া ৩.২ স্মার্টফোনটি পাওয়া যাবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি মেমরিসহ।

সেট ‍দুটির দাম যথাক্রমে নকিয়া ৩.২ (৩/৩২ জিবি) ১৩ হাজার ৪৯৯, নকিয়া ২.২ (২/১৬ জিবি) ১০ হাজার ৯৯৯ এবং নকিয়া ২.২ (৩/৩২জিবি) সেট ১২ হাজার ৯৯৯ টাকায়।