ফেসবুকে যোগ দিচ্ছেন সাবেক ভাইন প্রধান

ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ দেওয়ার জন্য গুগল ছাড়ছেন সাবেক ভাইন প্রধান জেসন টফ। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ইতোমধ্যেই নিজেদের নতুন ‘নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্ট (এনপিই)’ সেবা নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির নতুন এই সেবাতেই যোগ দেবেন জেসন টফ।

নতুন এই সেবার অধীনে নিজেদের ব্র্যান্ড সেবার বাইরে রয়েছেন এমন গ্রাহকদের জন্য পরীক্ষামূলক অ্যাপ ডেভেলপ করবে ফেসবুক। এরকমই একটি পরীক্ষামূলক অ্যাপের পণ্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিচ্ছেন সাবেক ভাইন প্রধান টফ। ২০১৬ সালে ভাইন ছেড়ে গুগলে যোগ দিয়েছিলেন তিনি, সেখানে এতোদিন ভিআর প্রকল্পে কাজ করেছেন।

ফেসবুকে নিয়োগের বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন জেসন টফ। নতুন প্রকল্পের জন্য টিম খুঁজছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রথম এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ফেসবুকের নতুন গঠিত এনপিই টিমে পণ্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ শুরু করব।’

পরবর্তীতে আরেকটি টুইটে তিনি জানান, নতুন প্রকল্পে কাজ করার জন্য একদল ইউএক্স ডিজাইনার এবং প্রকৌশলী প্রয়োজন তার।