নতুন প্রজন্মের নেটওয়ার্কে জেডটিইর এআই প্রযুক্তি

জেডটিই নিয়ে এলা এআই প্রযুক্তিনতুন প্রজন্মের নেটওয়ার্কের উন্নয়নে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই ) সমাধান নিয়ে এলো জেডটিই করপোরেশন।

চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সমাধানটি মোবাইল অপারেটরদেরকে উন্নত এবং সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে নেটওয়ার্কের সেবা প্রদান পর্যন্ত সব পর্যায়ে কাঠামোগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেডটিইর সমন্বিত এআই সলিউশনের মধ্যে বিভিন্ন অ্যাপলিকেশন, ক্লাউড সেবা, চিপ এবং টার্মিনাল রয়েছে আধুনিক সেবা উন্নয়নের জন্য।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড সেবার মধ্যে ফেসিয়াল রিকগনিশন, মানুষ এবং পরিবহন যাচাইকরণ, কণ্ঠ যাচাই এবং স্বাভাবিক ভাষা প্রক্রিয়া (এনএলপি) অন্যতম।