ঢাকায় টেডেক্স স্যালুনের ছায়া আয়োজন

টেডেক্স নিয়ে ছায়া আয়োজনপ্রযুক্তি, উন্নয়ন, সম্ভাবনা আর ভবিষ্যতের কথা নিয়ে সারা বিশ্বের বিভিন্ন শহরে টেড সম্মেলন আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার গুলশানে সম্প্রতি ছায়া টেডেক্স স্যালুন শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়। টেড সম্মেলনের ক্ষুদ্র আয়োজনকে টেডেক্স স্যালুন বলা হয়।

আগামী দিনের বাংলাদেশ ও পৃথিবী কেমন হবে, নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে টেডেক্স স্যালুনের এই ছায়া আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার বিশেষজ্ঞ বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমোশনাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ এস এম আরিফুজ্জামান, ফটোগ্রাফার ও উদ্যোক্তা প্রীত রেজা, বাংলা ভাষার সৌন্দর্য বিষয়ক পোর্টালের সহ-প্রতিষ্ঠাতা সিনথিয়া রিমি, মেনস ফর মেনুস্ট্রেশন এনজিওর প্রধান নিশাত আনজুম, অভিবাসন বিশেষজ্ঞ ইলিয়াস মাহমুদ, যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক শরিফা সুলতানা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুশরা হুমায়েরা ও তরুণ পেশাজীবী জাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আগামী দশকে কোন কোন ক্ষেত্রে সম্ভাবনার বিকাশ সুযোগ রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন। দেশের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের পাশাপাশি উন্নয়ন সামাজিক আচরণ ও ইতিবাচক জীবনধারা বিকাশে রাষ্ট্রের দায় নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।-বিজ্ঞপ্তি