১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

অ্যাপলের লোগোবার্ষিক আইফোন বাজারজাত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে এ মাসের ১০ তারিখ হওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানটির। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, এরই মধ্যে আইফোন ইভেন্টের জন্য আমন্ত্রণ পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানেই উন্মোচিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আইফোন ১১।
তবে ঠিক কী ধরনের পণ্য উন্মোচিত হতে পারে সে বিষয়টি দাওয়াতপত্রের কোথাও উল্লেখ করেনি অ্যাপল। কিন্তু প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, আইফোন ১১-সহ তিনটি মডেলের আইফোনের ঘোষণা আসতে পারে অ্যাপলের পক্ষ থেকে। এ ছাড়াও গুজব ছড়িয়েছে, নতুন ম্যাকবুক উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের বরাতে জানা গেছে, আইফোন-ম্যাকবুক বাদেও সেপ্টেম্বরের ১০ তারিখ নতুন ফেস আইডি বায়োমেট্রিক নিরাপত্তা প্রযুক্তি ও ব্যাটারি লাইফ আপগ্রেড এবং নতুন শাটার রেজিস্ট্যান্স প্রযুক্তি নিয়ে আসার ব্যাপারে জানানো হতে পারে। অ্যাপল অবশ্য বরাবরই নিজেদের ইভেন্টে একাধিক প্রযুক্তি পণ্য ও সেবা নিয়ে হাজির হয়।