শুক্রবার রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব

২০১৮ সালে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলথাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে দল পাঠানো হবে। দল নির্বাচন করতে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। আগামীকাল শুক্র ও শনিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

দুই দিনের এ আয়োজনের উদ্বোধন হবে শুক্রবার সকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সকাল ১০টায় সিনিয়র গ্রুপের রোবটিক কুইজের মধ্য দিয়ে রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হবে। শিক্ষার্থীরা এ সময় রোবটবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। বেলা ১১টায় শুরু হবে অলিম্পিয়াডের ক্রিয়েটিভ ক্যাটাগরি পর্ব। একটা রোবট প্রোগ্রামিং থেকে শুরু করে পর্যায়ক্রমে রোবট তৈরি করাই এ পর্বের মূল আকর্ষণ। সিনিয়র ও জুনিয়র এই দুই ক্যাটাগরিতে এ পর্ব অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ৮টায় রোবট ইন মুভি ক্যাটাগরি দিয়ে অলিম্পিয়াডের দ্বিতীয় দিন শুরু হবে। অলিম্পিয়াডের সবচেয়ে আকর্ষণীয় হলো রোবট গ্যাদারিং পর্ব। একটা রোবটকে প্রোগ্রামিং করা থেকে শুরু করে পর্যায়ক্রমে এটাকে একটা লাইন ফলোয়ার ট্র্যাকে চালিয়ে দেখানো হবে। দুপুরে জুনিয়র গ্রুপের রোবটিকস কুইজের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি প্রফেসর ড.লাফিফা জামাল।