কিয়োসেরা ডকুমেন্ট সার্ভিস এখন বাংলাদেশে

পার্টনারশিপ অনুষ্ঠানজাপানের বিশ্বখ্যাত কিয়োসেরা মাল্টিফাংশন প্রিন্টারের ম্যানেজড ডকুমেন্ট এবং প্রিন্ট সার্ভিস সেবা দেবে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশন্স লিমিটেড।

সোমবার (১৬ সেপ্টেম্বর)রাজধানীর একটি হোটেলে এক্সেল-কিয়োসেরা পার্টনারশিপ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই সেবা কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে কিয়োসেরা ডকুমেন্টসের প্রেসিডেন্ট তাকুমা কিমুরা বলেন, এখন থেকে বাংলাদেশে কিয়োসেরার সব পণ্য পাওয়া যাবে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা টাস্ক আলফা ৩২১২আই, ৪০১২আই ইকোসিস এস৪২১৫ আইডিএন, এম৪১৩২ আইডিএন, এম৮১২৪ সিআইবিএন, এম৮১৩০ সিআইবিএন, টাস্ক আলফা ২২০০-২২০১, ইকোসিস পি৩০৫০ডিএন, পি৩০৬০ ডিএনসহ বিভিন্ন মাল্টিফাংশন প্রিন্টার ও সেবা বাজারজাতকরণ শুরু করবো। 

এক্সেল ইন্টেলিজেন্স সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, প্রায় একযুগ ধরে এক্সেল দেশে তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় আমরা এখন থেকে জাপানি প্রযুক্তিপণ্য ও সেবা বিক্রি করবো। -বিজ্ঞপ্তি