স্মার্টটিভি আনছে মটোরোলা

মটোরোলার স্মার্টটিভিএবার স্মার্টটিভির দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা। প্রতিষ্ঠানটি তাদের প্রথম স্মার্টটিভি বাজারে আনতে যাচ্ছে ভারতের ফ্লিপকার্টের সঙ্গে যৌথভাবে।

বিজনেস টুডে জানিয়েছে, ফ্লিপকার্টের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চালু হওয়া মটোরোলা অ্যান্ড্রয়েড ৯.০ স্মার্টটিভি এইচডি, ফুলএইচডি ও আল্ট্রা এইচডিসহ (ফোরকে) সাতটি ভার্সনে পাওয়া যাবে।

মটোরোলার ভারতের প্রধান প্রশান্ত মণি বলেন,ভারতের ই-বাণিজ্য জায়ান্ট ফ্লিপকার্টের অংশীদার হয়ে নতুন  বিভাগে প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। এই কৌশলগত অংশীদারিত্বটি আমাদের স্মার্টফোনের ক্ষেত্রেও ছিল, এটাকে এখন আমরা অন্য স্তরে নিয়ে গিয়েছি।

মটোরোলা স্মার্ট টিভিগুলোতে ফোরকে রেঞ্জের আইপিএস প্যানেল ছাড়াও এইচডিআর১০-এর সঙ্গে ডলবি ভার্সনও থাকছে বলে জানা যায়।

এ মাসে মটো ই-সিক্সএসসহ এই টিভি ভারতের বাজারে অবমুক্ত করা হতে পারে।