টেসলায় ‘কাস্টম সাউন্ড’

টেসলা গাড়িখুব শিগগিরই গাড়ির হর্ন ও অন্যান্য শব্দ নিজের ইচ্ছানুযায়ী পাল্টে দিতে পারবেন টেসলা ব্যবহারকারীরা, জানিয়েছেন ইলন মাস্ক। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, টেসলা ব্যবহারকারীরা যাতে গাড়িতে গতির গতানুগতিক শব্দের পরিবর্তে ঘোড়ার খুরের আওয়াজ, বাতাসের শব্দ ইত্যাদি ব্যবহার করতে পারেন সে বিষয়টি নিয়ে কাজ করছেন মাস্ক।

টেসলার প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য টেসলাতে ‘কাস্টম সাউন্ড আপলোড’ সুবিধা আনার ব্যাপারেও ভাবছেন তিনি। এতে করে চাইলে নিজের পছন্দমতো যে কোনও শব্দ গাড়িতে আপলোড করে নিতে পারবেন টেসলা ব্যবহারকারী। তবে বিষয়টি এরকম হলে তা রাস্তার অন্যান্য চালকদের জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এনগেজেট।

সমস্যাটি এড়াতে টেসলায় ‘রিজিওনাল রিকয়ারমেন্ট’ যোগ করা হতে পারে বলেও জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইটটি। ‘রিজিওনাল রিকয়ারমেন্ট’ যোগ হলে শুধু নির্দিষ্ট কিছু পরিস্থিতি বা গতিতে নিজের পছন্দের শব্দ গাড়িতে ব্যবহার করতে পারবেন টেসলা ব্যবহারকারীরা।