ডেস্কটপে ফেসবুকের ডার্ক মোড

ফেসবুক

ফেসবুক চালু করেছে ডার্ক মোড ফিচার। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফেসবুকের এই সুবিধাটি উপভোগ করছেন। তাদের জন্য এ বছরের আগস্টে ডার্ক মোড চালু হয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পরে এবার ডেস্কটপ গ্রাহকদের জন্য ফিচারটি চালু করেছে কর্তৃপক্ষ।

তবে সব ডেস্কটপ ব্যবহারকারী তাদের ফেসবুকে ডার্ক মোড পাচ্ছেন না। শুরুতে অল্প কিছু গ্রাহকের কাছে এটি ছাড়া হয়েছে। ইতিবাচক সাড়া পেলে সব গ্রাহকের জন্যই ডার্ক মোড চালু হবে।

যুক্তরাজ্যের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম টেক রাডার এক প্রতিবেদনে জানায়, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন এক ধরনের সুবিধা দিতে শুরু করেছে ফেসবুক। এটি হলো অপশনাল ডার্ক মোড। এর সঙ্গে প্রচলিত হোয়াইট মোডও রয়েছে।

অর্থাৎ, ডেস্কটপে আমরা যে ধরনের ফেসবুক ব্যবহার করি ঠিক একই ডিজাইনের ফেসবুকের পাশাপাশি ডার্ক মোডও সংযুক্ত করা হয়েছে। তবে এটিকে অপশনাল রাখা হয়েছে যেন ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনও একটি মোড ব্যবহার করতে পারেন।

জানা গেছে, কিছু ফেসবুক ব্যবহারকারী লগইনের পর পরই একটি পপ-আপ দেখতে পাচ্ছেন। সেই পপআপে লেখা থাকে- তিনি ডার্ক মোডে যেতে চান কিনা। অবশ্য অনেক ব্যবহারকারীই এখন পর্যন্ত এমন কিছু পাননি।

এরই মধ্যে ডেস্কটপে ডার্ক মোড পেয়ে থাকলে নিশ্চিতভাবেই আপনি ভাগ্যবানদের একজন। সবার আগে ডেস্কটপে ডার্ক মোড ব্যবহারের স্বাদ পাচ্ছেন আপনি। তবে ডার্ক মোড চালু করার অর্থ এই নয় যে আপনাকে এই মোডেই থাকতে হবে। আপনি চাইলে আবারও পুরনো মোড তথা হোয়াইট মোডে ফিরে যেতে পারবেন।